সাবলেট বাসায় মিললো ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রীর মরদেহ, জানা গেল কারণ

 


রাজধানীর লালবাগে একটি সাবলেট বাসা থেকে শায়লা আক্তার (২২) নামে ইডেন কলেজের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইডেন কলেজ শাখা ছাত্রলীগের নেত্রী ছিলেন। বুধবার (২৮ আগস্ট) মরদেহ উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শায়লা ইডেন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালি গ্রামে।

শায়লার মরদেহের সুরতহাল প্রতিবেদনে লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় কৃষ্ণ পাল উল্লেখ করেন, রসূলবাগ লালবাগ রোডের ১৬৭/২/এ নম্বর একটি বাড়ির ষষ্ঠ তলায় একটি সাবলেট রুমে থাকতেন শায়লা আক্তার। গত মঙ্গলবার (২৭ আগস্ট) রাত ১১ টার দিকে বাইরে থেকে তিনি বাসায় যান। এরপর বুধবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে তার বান্ধবী খুশবু আক্তার তার ওই বাসায় গিয়ে দেখেন, ফ্যানের হুকের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁ স লাগিয়ে ঝুলছেন শায়লা। পরবর্তীতে তার মাধ্যমে খবর পেয়ে শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও উল্লেখ করেন, শায়লার গলায় অর্ধচন্দ্রাকার কালো দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আ ত্ম হ ত্যা করেছেন। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

সূত্র : বাংলা ভিশন নিউজ

Comments

Popular posts from this blog

দেউলিয়া হওয়ার পথে দেশের ১০ ব্যাংক, যা জানা গেল

দেশে থাকলে শেখ হাসিনার জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারতো: সেনাপ্রধান

পুতুলের বাংলাদেশে আসা নিয়ে এবার যা জানা গেল

মিথিলার ৩ মিনিট ৫২ সেকেন্ডের ভিডিও ফাঁস

গভীর রাতে শেখ হাসিনাকে হঠাৎ কোথায় সরিয়ে নিল ভারত